আজ 26 th November,2010 । অতি পুণ্যাত্মা শ্র্রীমতী পারুল বালা রায় মোহদয়ার নব্বই-তম জন্মদিন । তাঁর সন্তান-সন্ততি, পুত্রবধূ-জামাতা ,নাতি-পুতি ,নাতজামাই, ভ্রাতা-ভগিনী (এবং তাঁদের সন্তান-সন্ততি, পুত্রবধূ-জামাতা ,নাতি-পুতি ,নাতজামাই).....সব মিলিয়ে শাখাপ্রশাখার সংখ্যা পঞ্চাশেরও বেশী ।
এই দী্র্ঘ নব্বই বছরে তিনি ছয় পুরুষকে দেখেছেন দেখেছেন।কতো চরিত্র দেখেছেন !
এসো , আমরা সবাইই তাঁর সুস্থথ শতায়ু কামনা করি ।